মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো "নল‌ছি‌টি প‌রিবার"

বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩
ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো "নল‌ছি‌টি প‌রিবার"

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি:

ঝালকাঠির নলছিটিতে "নলছিটি পরিবার" ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপহার সামগ্রী বিতরণ করেছেন। এদিন উপজেলার তিন শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। সকাল ১০টায় উপজেলা শহরের নলছিটি পরিবারের অস্থায়ী কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নে নিযুক্ত মডারেটর ও ভলানটিয়ারদের মধ্যে উপহারের প্যাকেট তুলে দেন আয়োজকরা। এসময় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপ ক্রিয়েটর এবং নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. মেহেদী হাসান। পরে নলছিটি উপজেলার প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ তিন শতাধিক অসহায় মানুষ বৃহস্প‌তিবার সকালে ফেসবুক গ্রুপ নলছিটি পরিবারের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়েছেন।  প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, চিনি,  দুধ, নুডুলস, ট্যাং ও পোলাউর চাল । ঈদের আগ পর্যন্ত এ কার্যক্রম বিতরণ অব্যহত রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উপহারসামগ্রী পেয়ে  বৈচন্ডী গ্রামের প্রতিবন্ধী আবদুল মান্নান  ফকির বলেন, দ্রব্যেমূল্য উর্দ্ধগতি ও প্রচন্ড তাপদাহ ল্যাইগা মানুষের কাজকাম তেমন নাই। মাইয়া-‌পোলা নিয়া কোনো রকম ডাল-ভাত খাইয়া সংসার চলতেছে। আপনাগো দেওয়া খাবার পাইয়া মনে হইতাছে এবারের ঈদটা ভালোই কাটব।
এই সহায়তা পেয়ে তারা সবাই যেমন খুশি, তেমনি নলছিটি পরিবারের  সবাইকে প্রাণভরে দোয়া করেছেন।  

নলছিটি পরিবার মডারেটর হাসান আবেদুর রেজা সুজন বলেন, ‘আর্তমানবতার সেবায় নলছিটি পরিবার গ্রুপ সব সময় এগিয়ে। বিগত ২০২০ সালে করোনা শুরুর সময় সবার আগে নলছিটি পরিবার গ্রুপ এগিয়ে এসে অসহায়দের ঈদ উপহার দিয়েছে।এবার চতুর্থবারের মতো এ ধারা অব্যহত রাখা হয়েছে।

শীতের সময় মানবতার দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া বৃক্ষরোপন, চিকিৎসা সেবায় ডিসকাউন্ট কার্ড সরবারহ, বেকারদের কর্মস্থানের সুযোগ সৃষ্টিসহ জনকল্যানমুলক নানা কর্মসুচি বাস্তবায়ন করছে।

মডারেটর তুহিন মিত্র বলেন, ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে নলছিটির জনগণের জন্য। এজন্য পরিবারের সদস্য ও নগদ অর্থ দিয়ে সহায়তাকারী সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। নলছিটি পরিবারে দানকারীদের মতো যদি সমাজের উচ্চবিত্তরা এগিয়ে আসতো, তবে আমাদের দেশে অভাব বলে কিছু থাকত না। 

অপর মডারেটর ফয়সাল আব্দুল্লাহ বলেন, "নলছিটি পরিবার" বারবার আমাদের উপজেলার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। অভাবী লোকগুলোর মুখে হাসি ফুটিয়ে চলেছে। আজ ঈদ উপহারে যেসব দিয়েছে, এ রকম খাদ্যসামগ্রী অভাবী এই মানুষগুলো অনেক দিন খায়নি। ঈদটা তাদের ভালোই যাবে। ধন্যবাদ নলছিটি পরিবার সদস্যদের।

এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গ্রুপ এডমিন মো: মেহেদি হাসান, মডারেটর হাসান আরেফিন, ফয়সাল আব্দুল্লাহ, হাসান আবেদুর রেজা সুজন, তুহিন মিত্র, রুহুল আমিন প্রমুখ।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল